October 6, 2025

বড় জেলা ভেঙে মোট ৪৬টি জেলা তৈরির ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, আরামবাগের জেলা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল

 সোমালিয়া সংবাদ, কলকাতা: ছোট ছোট জেলা হলে কাজ করার অনেক সুবিধে। বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে কাজ করার সুবিধে হলে সাধারণ মানুষের কাছে অনেক দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। আর তাই প্রথম থেকেই ছোট ছোট জেলার পক্ষপাতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আরও একবার তারই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, কোথাও স্থানীয় আবেগের কথা মাথায় রেখে আবার কোথাও বড় জেলাগুলিকে ছোট করে ভেঙে নতুন জেলা তৈরি করা হবে। এমনিতেই ২০১১ সালে পরিবর্তনের পরে মমতার হাত ধরেই জলপাইগুড়ি জেলা ভেঙে পৃথক জেলা হয়েছে আলিপুরদুয়ার। আবার বর্ধমান ভেঙে হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। আবার দার্জিলিং ভেঙে কালিম্পং এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রামও পৃথক জেলা হয়েছে। আরপরেও দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলা ভাঙার কথাবার্তা চলছে। তবে বৃহস্পতিবার তিনি জানালেন, আগামী দিনে জেলার সংখ্যা দ্বিগুণ হতে চলেছে। অর্থাৎ রাজ্যে জেলার সংখ্যা ৪৬-এ পৌঁছাতে পারে। বৃহস্পতিবার কলকাতার টাউন হলে বসেছিল ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন ছোট ছোট জেলা তৈরি করার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘জেলা ছোট হলে সেখানে প্রশাসনিক কাজের অনেক সুবিধা হয়। উন্নয়ন দ্রুত হয়। কেন্দ্রের বরাদ্দও বেশি মেলে নানা প্রকল্পের জন্য। আইনশৃঙ্খলাও কড়া ভাবে নজর রাখা যায়। উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টা থেকে ৪৬টা পর্যন্ত জেলা করার ইচ্ছা রয়েছে সরকারের। কিন্তু সম্ভব হচ্ছে না পর্যাপ্ত আধিকারিক না পাওয়ায়।’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলে। চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে কোন্ কোন্ জেলা ভেঙে নতুন জেলা তৈরি করা হবে।

নবান্নের একটি বিশেষ সূত্রে জানা গেছে, দুই ২৪ পরগনাতেই নাকি ১০টি জেলা তৈরি করা হবে । সেগুলি হল সুন্দরবন, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, বারুইপুর, বজবজ, হাড়োয়া, বসিরহাট, বনগাঁ, বারাসত ও ব্যারাকপুর। আবার পূর্ব বর্ধমান জেলা ভেঙে ৪টি জেলা গড়া হবে। সেগুলি হল বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কালনা ও কাটোয়া। মুর্শিদাবাদ জেলা ভেঙে পৃথক জঙ্গিপুর, লালবাগ, কান্দি, ডোমকল ও বহরমপুর জেলা গড়া হবে। বীরভূম জেলা থেকে আলাদা করে রামপুরহাটকে পৃথক জেলা হিসাবে গড়া তোলা হবে। হুগলি জেলা থেকে আলাদা করে আরামবাগকে পৃথক জেলা হিসাবে গড়ে তোলা হবে। একই ভাবে হাওড়া ভেঙে উলুবেড়িয়া, পূর্ব মেদিনীপুর ভেঙে তমলুক, পশ্চিম মেদিনীপুর ভেঙে ঘাটাল, বাঁকুড়া ভেঙে খাতড়া জেলা গড়া হবে। পুরুলিয়া জেলা ভেঙে পৃথক রঘুনাথপুর, মানবাজার ও ঝালদা জেলা তৈরি হতে পারে। তবে জানা গেছে এই সমস্ত নতুন জেলার নামে এখন কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সবই প্রাথমিক স্তরে আলোচনা স্তরে রয়েছে তবে ঘটনা যাই হোক, এতগুলো জেলার সংখ্যা বাড়লে আরামবাগের নতুন জেলা হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।

Loading