সোমালিয়া সংবাদ, হুগলি: অবশেষে ভুয়ো পরিচারিকার হাতে অপহৃত প্রৌঢ় উদ্ধার মেদিনিপুর থেকে। গ্রেফতার চার দুষ্কৃতী। এই ঘটনায় হুগলি জেলাজুড়ে শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ইংরেজি ১১মে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রসেনজিৎ পাল নামক এক ব্যক্তি পোলবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রসেনজিৎ পালের বাবা শ্রী জীবন কৃষ্ণ পাল সকালবেলা গাড়ি এবং ড্রাইভার নিয়ে বেরিয়ে যান। এরপর বেলা নটা নাগাদ তিনি তাঁর বাবার ফোন নম্বর থেকে একটি ফোন পান। সেখানে কেউ তাঁর বাবার মুক্তিপণ হিসেবে বেশ কিছু টাকা দাবি করে। এই ঘটনা জানতে পেরে পোলবা থানায় একটি কেস দায়ের করেন তিনি। এরপর অভিযোগ পেয়ে হুগলি গ্রামীণ পুলিশ টিম তৈরি করে ঘটনার তদন্ত শুরু করে। হুগলি গ্রামীণ পুলিশের তৎপরতায় এবং মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই মেদিনীপুর জেলার ভগবানপুর অঞ্চল থেকে জীবন কৃষ্ণ পাল এবং তার ড্রাইভারকে পুনরুদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে,
জীবন কৃষ্ণ পাল একটি দৈনিক সংবাদপত্রে পরিচারিকার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তাঁর বিজ্ঞাপন অনুযায়ী একজন পরিচারিকা দু-তিন দিন তাঁর বাড়িতে কাজ করে এবং পরবর্তীকালে চলে যায়। অভিযুক্ত ওই মহিলা আরও তিনজনের সঙ্গে মিলে জীবন কৃষ্ণ পাল ও গাড়ির ড্রাইভারকে মেদিনীপুরে ডেকে পাঠায়। অন্য একজন পরিচারিকার খোঁজ দেবে এই আশ্বাস দিয়ে। তবে আসল উদ্দেশ্য ছিল জীবনকৃষ্ণ বাবুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা। সেই অনুযায়ী অপহরণ করা হয় বলে অভিযোগ। কিন্তু পুলিশের তৎপরতায় হুগলির পোলবা এলাকার ওই প্রৌঢ় উদ্ধার হন।সব মিলিয়ে হুগলি পুলিশের তৎপরতায় এই দুষ্কৃতীরা গ্রেফতার হয়। পুলিশের এই কাজে খুশি স্থানীয় মানুষ ও প্রসেনজিৎবাবুর পরিবার।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক