October 5, 2025

পুলিশকর্মীদের কাজের সুবিধার্থে দু’চাকার ৬৬টি গাড়ি পুলিশের হাতে তুলে দিল ‘হিরো’

সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: পুলিশকর্মীদের কাজের সুবিধার্থে দু’চাকার ৬৬ টি গাড়ি পুলিশের হাতে তুলে দিল নামি দু’চাকা গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিরো-র তারকেশ্বর শাখা ভীমপুরের সুপার অটো। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই গাড়ির শো রুম থেকে গাড়িগুলি পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট অর্ণব ঘোষ , হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ এবং অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র, সুপার অটোর ডাইরেক্টর সিন্টু দাস সহ আরো অনেকে। জানা গেছে, এদিন  চন্দননগর পুলিশ কমিশনারেটের জন্য ১৫টি  এবং হুগলি গ্রামীন পুলিশের জন্য ৩৬টি ও সুন্দরবন পিডিকে ১৫টি গাড়ি দেওয়া হয়। চন্দননগর পুলিশ কমিশনারেট অর্ণব ঘোষ বলেন, দুই চাকার বাহনে পুলিশের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যে সব এলাকায় চার চাকা গাড়ি নিয়ে যাওয়া যায় না সেখানে দু’চাকার গাড়িতে পুলিশ সহজেই পৌঁছে যাবে।

Loading