সোমালিয়া সংবাদ, আরামবাগ: বৃহস্পতিবার আরামবাগ মহকুমা হাসপাতালে পালিত হল আন্তর্জাতিক নার্স দিবস। এই উপলক্ষে এদিন হাসপাতালে এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাঃ সত্যজিৎ সরকার ছাড়াও হাসপাতালে নার্সরা। নার্সের জন্মদাত্রী হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গলের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য এদিন ছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন। তাঁর জন্মদিনই আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এ বিষয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে সুপার ডাঃ সত্যজিৎ সরকার বলেন, নার্সিং স্টাফ হল হাসপাতালের সবচেয়ে বড় শক্তি। তাঁদেরকে ছাড়া হাসপাতাল চলে না। তাই তাঁদের সম্মানে আমরা এই বিশেষ দিনটি পালন করে থাকি। অন্যদিকে এই উপলক্ষে এদিন আরামবাগ মহকুমা হাসপাতালে গিয়ে সমস্ত নার্সদের সম্বর্ধনা জানান আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক তথা আরামবাগ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, কাউন্সিলর হাসান আলি চৌধুরী। তাঁরা এদিন হাসপাতালের নার্সদের হাতে পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দেন। এ বিষয়ে আরামবাগ পুরসভার সমীর ভান্ডারী বলেন, নার্সদের সেবা ছাড়া হাসপাতাল অচল। চিকিৎসকদের পাশাপাশি নার্সদের গুরুত্ব অপরিসীম। তাই আজকের দিনে তাঁদেরকে একটু সম্মান জানানোর সুযোগ পেয়ে আমরা কুশল বিনিময় করে গেলাম। অন্যদিকে আরামবাগ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, করোনাকালে নার্সরা যেভাবে নিজেদের জীবন উপেক্ষা করে কাজ করে গেছেন তাঁদের জন্য কোন সম্বর্ধনাই যথেষ্ট নয়। তবুও এই বিশেষ দিনে তাঁদেরকে আমরা কিছুটা সম্মান প্রদর্শন করলাম।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি