সোমালিয়া ওয়েব নিউজ: ব্রিটিশ মিউজিয়ামে এবার মা কালীর প্রতিমা শোভা পেতে চলেছে। তা নিয়ে বিদেশীদের কৌতূহল নাকি চোখে পড়ার মতো। এমনটাই দাবী মিউজিয়াম কর্তৃপক্ষের। ব্রিটিশ মিউজিয়ামে এবার বসছে কুমোরটুলির তৈরি কালী প্রতিমা। প্রতিবছর বিদেশে দুর্গাপুজো হয়। সেটা সকলেই জানেন। লন্ডনে বিভিন্ন আকারের দুর্গা প্রতিমা যায় প্রতি বছরই। কিন্তু এই উদ্যোগ অনেকটাই আলাদা। এর পিছনে রয়েছে ‘গডেস-ফিমেল পাওয়ার ইন ওয়ার্ল্ড বিলিফ’। ‘নারীশক্তির ক্ষমতায়ন’ এমনই বিষয়কে বেছে নেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য। আর সেখানে পৃথিবীর তিন দেবী স্থান পাচ্ছেন। এই তালিকায় থাকছেন গ্রিসের শিল্পের দেবী এথেনা, মিশরের যুদ্ধের দেবী সেখমেতের পাশাপাশি হিন্দু দেবী কালী। কালী মূর্তির উদ্বোধন হবে ১৭ মে। কালীর রূপ এখানে ভয়ঙ্কর। কালো কালী মূর্তির হাঁটু পর্যন্ত দুলছে মুন্ডমালা। পায়ের নীচে শিবের অধিষ্ঠান। পিছনে সোনালী চালচিত্র। মূর্তির ওজন ৩৫ কিলোগ্রাম। মূর্তিটা তৈরি করেছেন কলকাতার কুমোরটুলির শিল্পী কৌশিক ঘোষ।ইউরোপ থেকে শুরু করে আরবেও দুর্গা প্রতিমা আরাধনার জন্য ভারত থেকে পাড়ি দিয়েছে। কিন্তু কালী প্রতিমা এই প্রথম ভারত থেকে বিদেশের মিউজিয়ামে শোভা পেতে চলেছে। জানা গিয়েছে, এই মূর্তি তৈরি করতে সময় লেগেছে দেড় মাস। মূর্তি পৌঁছে গিয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। সবমিলিয়ে ভারতের প্রাচীন দেবীর মধ্যে অন্যতম দেবী কালীর প্রতিমা ব্রিটিশ মিউজিয়ামে উদ্বোধনের অপেক্ষায়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু