October 5, 2025

অস্ট্রেলিয়ার মাটিতে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন? হতবাক সভাস্থল, পরে ভুল ভাঙে মানুষের, আটক ব্যক্তি

সোমালিয়া ওয়েব নিউজ: উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন নিয়ে বিশ্ববাসীর কৌতূহলের শেষ নেই। তাই তাঁকে যদি কোনও বিদেশের মাটিতে ভিআইপি অনুষ্ঠানে দেখা যায় তাহলে তো কথাই নেই। সংবাদমাধ্যম থেকে শুরু করে উপস্থিত ভিআইপিরা তো হতবাক হবেনই। এমনই হতবাক করা ঘটনা ঘটলো অস্ট্রেলিয়ায়। সূত্র থেকে জানা গিয়েছে, নির্বাচনী প্রচার কর্মসূচি সেরে সবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মঞ্চ ছেড়েছেন। হঠাৎই উদয় হলেন ‘কিম জং উন’। সভায় উপস্থিত কর্মী থেকে শুরু করে সাংবাদিকরা তাঁকে দেখে হতবাক। যা গোটা বিশ্ব কখনও কল্পনা করতে পারে না সেখানে এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যান প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত লোকজন।রাজকীয় ভঙ্গিমায় দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ালেনও কথাও বললেন। সবাই যখন ‘কিম’কে নিয়ে দ্বিধাগ্রস্ত তিনি নিজেই ভুলটা ভাঙিয়ে দিলেন। আসলে তিনি উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন নন। এই কিম উত্তর কোরিয়ার প্রশাসকের মতো হুবহু দেখতে একজন ব্যক্তি। এরপরই সভায় উপস্থিত বিশিষ্টজনেদের ভুল ভাঙে। সূত্র থেকে জানা যায়, ওই ব্যক্তির আসল নাম হাওয়ার্ড এক্স। তবে পুলিশ তাঁকে আটক করে জেরাও করে বলে জানা যায়।

Loading