October 5, 2025

শুভেন্দুর নেতৃত্ব ঝাড়গ্রামে বিজেপির মিছিল

সোমালিয়া সংবাদ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে মহামিছিল করলো বিজেপি। বিজেপির তরফে গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্পে মহামিছিল হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে ‘হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত বাংলা’ গড়ার লক্ষ্যে এদিন ঝাড়গ্রাম শহরে সংকল্প মহামিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরু হয় হিন্দুমিশন মাঠ থেকে। মিছিলে শুভেন্দু অধিকারী, ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাত, মহিলা সভানেত্রী রিমঝিম সিং সহ এক ঝাঁক নেতানেত্রী উপস্থিত ছিলেন। তবে বিধানসভা নির্বাচনের পর বিজেপি ঝাড়গ্রাম শহরে এই প্রথম বড় মিছিল করলো। মিছিলে প্রায় ১০হাজার জনসমাগম হয় বলে দাবি বিজেপির। রাজ্য সরকারকে দুর্নীতি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত করে মিছিলে স্লোগান ওঠে বারংবার। বিরোধী দলনেতা অভিযোগ করে বলেন, সীমান্তে যে সব জায়গায় ফেন্সিং নেই সেখানে দিয়ে তৃণমূল রাজ্য পুলিশের মদতে পাচার কার্য চালাচ্ছে। মিছিল শেষ হয় ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে। সেখানে শুভেন্দু অধিকারী জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

Loading