সোমালিয়া সংবাদ, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের বিস্ময় বালিকা আত্রেয়ী ঘোষ। বয়স মাত্র ৫ বছর ১ মাস। আর এই বয়সেই মেধার প্রতিভা ফুটে উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। মাত্র ২৩ সেকেন্ডে ইংরেজি বর্ণমালার Reverse order ( Z to A) এ recitation করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ২০২২-এ জায়গা করে নিল ছোট্ট আত্রেয়ী। এই বয়সে যখন সবার এ বি সি ডি শেখার সময়, ব্যাতিক্রমী হিসেবে সে তখন গড় গড় করে Reverse Order-এ ইংরেজি বর্ণমালা বলে চলে। আর সেই চমকপ্রদ মেধাকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ। পাশাপাশি আত্রেয়ী গান, নাচ, পড়াশুনোতে সমানভাবে পারদর্শী। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বাবা অনিরুদ্ধ ঘোষ, পেশায় পশ্চিমবঙ্গ পুলিশ। বর্তমানে পুরুলিয়াতে ডিআইবি অফিসে কর্মরত। মা সমাপ্তি ঘোষের কাছে তাঁর মেয়ের এই ব্যতিক্রমী প্রতিভা ধরা পড়ে। দাদু অরুণ ঘোষ, ঠাকুমা পুষ্প ঘোষ এদের নিয়েই গোয়ালতোড়ের এই ছোট ঘোষ পরিবার। সবমিলিয়ে ছোট্ট আত্রেয়ীর প্রতিভাতে মুগ্ধ এলাকার মানুষ।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন