October 6, 2025

ভারতীয় কিষান ইউনিয়নে বড়সড় ভাঙন, নতুন দল গঠন বিক্ষুব্ধদের

সোমালিয়া সংবাদ, দিল্লী: কৃষি বিল প্রত্যাহার নিয়ে ভারতে যে সংগঠনটি আন্দোলন করেছিল তাতে বড়সড় ভাঙ্গন। এই ঘটনায় চাঞ্চল্য সারা ভারত জুড়ে। একাধিক নেতা সংগঠন থেকে বেরিয়ে গেছেন। জানা গিয়েছে, কৃষক আন্দোলনের অন্যতম মুখ ভারতীয় কিষান ইউনিয়নের কৃষকনেতা রাকেশ টিকায়েতের বিরুদ্ধে একটি বিশেষ ‘রাজনৈতিক দলঘেঁষা’ হওয়ার অভিযোগ তুলে সংগঠন থেকে সরে দাঁড়ালেন একাধিক নেতা। একটি পাল্টা সংগঠন গড়েছেন বিক্ষুব্ধ নেতারা। নতুন দলটি পুরোপুরি অরাজনৈতিক বলেও দাবি তাঁদের। তবে এই বিভাজনে নরেন্দ্র মোদি সরকারের হাত দেখছেন রাকেশ টিকায়েত। তিনি নাকি ঘনিষ্ঠ মহলে ও সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জানান, ‘এই সরকারই বিভাজনের পিছনে রয়েছে। আজ আমাদের কয়েক জন সরকারের কাছে আত্মসমর্পণ করছেন… আমাদের সংগঠনকে আবার শক্তিশালী করব।’ তাঁর আরও দাবি, ‘অতীতেও বহু নেতা আমাদের সংগঠন ছেড়ে বেরিয়ে গিয়েছেন। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ৮-১০টা গোষ্ঠী তৈরি হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Loading