October 6, 2025

তহবিলের টাকা উন্নয়নের কাজে লাগাতে ব্যর্থ বিধায়কেরা, ক্ষোভ আরামবাগে

সোমালিয়া সংবাদ, আরামবাগ: ২০২১ সালের বিধানসভা ভোটে আরামবাগ মহকুমার চারটি বিধানসভা বিজেপি জিতলেও অভিযোগ উঠেছে বিধায়ক তহবিলের টাকা উন্নয়নের কাজে  লাগাতে ব্যর্থ বিধায়কেরা। চারটি বিধানসভার মধ্যে গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক তাঁর বিধায়ক তহবিলের টাকায় হাইমাস্ট লাইট ও বেশ কয়েকটি স্কুলে উন্নয়নের জন্য খরচ করলেও বাকি তিনটি বিধানসভায় সেই ভাবে কোনও কাজ হয়নি বলে অভিযোগ। যত দিন যাচ্ছে ততই ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষের মধ্যে। এলাকার মানুষের অভিযোগ, আরামবাগের বিধায়ককে তো সেই ভাবে দেখাই যায়না। তহবিলের টাকায় উল্লেখযোগ্য  কোনও কাজ আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ করেননি বলে অভিযোগ। অন্যদিকে পুরশুড়া ও খানাকুলের বিজেপি বিধায়কেরাও উল্লেখযোগ্য ভাবে তাঁদের বিধায়ক তহবিলের টাকা উন্নয়নমূলক কাজে  লাগাতে পারেননি। তবে পুরশুড়া ও খানাকুল এই নিয়ে ক্ষোভ থাকলেও তাঁদের দাবি এই দুই বিধায়ক এলাকার মানুষ পাশে আছেন। দলীয় কর্মসূচি থেকে শুরু করে বন্যা, মহামারী ও বিপদে আপদে কর্মী থেকে সাধারণ মানুষের পাশে তাঁদের দেখতে পাওয়া যায়। তৃণমূলের দাবি, ২০২১ সালের বিধানসভা ভোটে মহকুমার মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছে অথচ এলাকা উন্নয়নের জন্য বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছে না। সব টাকাই পড়ে রয়েছে। এলাকার মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। তাই বিজেপির কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছ। এই বিষয়ে তৃণমূল নেতা তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া বলেন, জনগন ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে অথচ মানুষের জন্য কাজ করছেন না বিধায়কেরা। তাই স্বাভাবিকভাবেই এইসব বিধায়কদের উপর মানুষের আস্থা কমছে। তহবিলের টাকা সঠিক ভাবে মানুষের স্বার্থে কাজে লাগাতে হয়। কিন্তু বিজেপির বিধায়কেরা তা করতে পারেননি। তাই মানুষ বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অপরদিকে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক  হারাধন সামন্ত জানান, নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির চারজন বিধায়ক মানুষের জন্য কাজ করতে চান। বিধায়করা সচেষ্ট আছেন। কিন্তু শাসক দলের অসহযোগিতার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছেন। বর্তমান শাসনব্যবস্থার মধ্যেই বিধায়কদের কাজ করতে হবে। কিন্তু তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আশাকরি আগামী দিন বিধায়কেরা মানুষের স্বার্থে পদক্ষেপ গ্রহণ করবেন।সবমিলিয়ে এখন দেখার মানুষের স্বার্থে আরামবাগ মহকুমার চারজন বিধায়কের উন্নয়ন তহবিলের টাকা কিভাবে খরচ হয়।

Loading