October 5, 2025

গর্ভবতী মহিলাদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও চিকিৎসার জন্য পোর্টাল রাজ্য সরকারের

সোমালিয়া সংবাদ, কলকাতা: সদ্যোজাত ও মায়েদের চিকিৎসার জন্য পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। সূত্র থেকে জানা গিয়েছে, ‘হাই রিস্ক’ গ্রুপের আওতায় থাকা মা ও শিশুর যাবতীয় শারীরিক অবস্থা মাতৃমা প্রকল্পের আওতায় পোর্টালে যুক্ত করা হবে। এই কাজের জন্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কাজ করবে ইউনিসেফ , নারী ও শিশুকল্যাণ দপ্তর। স্থানীয় আশাকর্মীরা সেই পোর্টালের তথ্য দেখে মা ও শিশুর বাড়ি যাবেন। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এরপর যাবতীয় আপডেট পোর্টালে তুলবেন যাতে তিনটি দপ্তরের শীর্ষকর্তারা জানতে পারেন, পরামর্শ দিতে পারেন। নবান্নে ইউনিসেফ ও দুই দপ্তরের আধিকারিকদের সঙ্গে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী আলোচনা করেন বলে জানা যায়। খুব শীঘ্রই নাকি এই ব্যবস্থা কার্যকর হবে। জন্মের সময় প্রতিটি নবজাতকের ওজন নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, হাই রিস্ক গ্রুপে থাকা শিশুদের ওজন ও উচ্চতা সঠিক সময়ে মাপা হবে। যাতে তাদের সুস্থ ও স্বাভাবিক রাখতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায়। সবমিলিয়ে এই পোর্টাল চালু হলে রাজ্যের গর্ভবতী মায়েদের উপকার হবে বলে মনে করছে চিকিৎসক মহল।

Loading