October 5, 2025

‘ভার্জিন অব দ্য মিস্টিক রোজ’ মূর্তি ঘিরে রহস্য, আজও রক্ত কান্না হয় ওই মূর্তির

সোমালিয়া ওয়েব নিউজ: ‘ভার্জিন অব দ্য মিস্টিক রোজ’ মূর্তি নিয়ে এখনও রহস্য। বিশ্ববাসীর কাছে এক রহস্যময় মূর্তি। আজও রক্ত কান্না হয় এই মূর্তির। এই আশ্চর্য মূর্তির দেখা মিলবে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমে মেটান শহরের ফ্রিয়াস পরিবারের বাড়িতে। আর এই মূর্তি দেখতেই প্রতিদিন মানুষের ভিড় উপচে পড়ে ফ্রিয়াস পরিবারে। মূর্তিটি ২০১৭ সালের গোড়ার দিকে খবরের শিরোনাম উঠে আসে। এই মূর্তি প্রথম ‘রক্ত-কান্না’ শুরু করে ২০১৭ সালের এপ্রিল মাসে।
তারপর থেকে প্রায়ই এই মূর্তিকে কাঁদতে দেখা গিয়েছে বলে দাবি ওই পরিবারের। রোসানার দাবি, তাঁর মায়ের শারীরিক সুস্থতা কামনা করে ওই মূর্তির কাছে প্রার্থনা করার পর থেকে এই মূর্তিকে কাঁদতে দেখা গিয়েছিল। অপরদিকে এক মহিলার দাবি, তাঁর শরীরে একটি তিন ইঞ্চির টিউমার ছিল। কিন্তু এই মূর্তির দেখা পাওয়ার পরই নিজে থেকে এই টিউমার গায়েব হয়ে গিয়েছে। কিন্তু কী কারণে মূর্তির চোখ থেকে রক্ত পড়তে দেখা যায়, তা এখনও স্পষ্ট হয়নি। তবে এখনও রহস্যের কিনারা হয়নি। সবমিলিয়ে রহস্যে ঘেরা ভার্জিন অব দ্য মিস্টিক রোজ মূর্তি।

Loading