সোমালিয়া সংবাদ, আরামবাগ: সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে প্রতারণা চক্র। কেউ না জেনে, আবার কেউ জানা সত্ত্বেও ভুল করে সেই প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছে। তেমনই এক ঘটনা ঘটল আরামবাগের এক যুবকের ক্ষেত্রে। শুক্রবার পুনে থেকে প্রিয়া শর্মা নামের এক যুবতীর ফেসবুক প্রোফাইল থেকে ওই যুবকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এ্যাকসেপ্ট করতেই ওই যুবতী কৌশলে ওই যুবকের হোয়াটসঅ্যাপ নাম্বার আদায় করে নেয়। তারপর তাঁকে অশ্লীল চ্যাটের অনুরোধ জানায়। কিন্তু ওই যুবক রাজি হননি। এমনকি যুবককে ওয়াশরুমে যাওয়ার পরামর্শ দেয়। সেখান থেকে নগ্ন অবস্থায় ভিডিও কল করতে বলে। যুবতীর কোন কিছুতেই সম্মতি দেননি ওই যুবক। তা সত্ত্বেও রেহাই পাননি ওই যুবক। অন্য প্রান্তের ওই যুবতী হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে হঠাৎই নিজেই নগ্ন হয়ে যায়। ওই যুবক সঙ্গে সঙ্গে ভিডিও কল কেটে দেন। যুবতীকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আনফ্রেন্ড ও ব্লক করেন। কিন্তু ওই যুবতী ভিডিও কলের স্ক্রিনশট তুলে যুবককে ব্ল্যাকমেল শুরু করে। কারণ হোয়াটসঅ্যাপ ভিডিও কল চলাকালীন একই স্কিনে দুজনকে দেখা যায়। ভিডিও কলে যুবকের অসম্মতির কথা বোঝা গেলেও স্ক্রিনশটে তা বোঝা যায় না। স্ক্রিনশট দেখলে সবাই মনে করবে যেন যুবকের সম্মতিতেই সমস্ত কিছু ঘটছে। আর সেই সুযোগকেই কাজে লাগায় ওই যুবতী। এমনকি তার পুরুষ বন্ধুকে দিয়ে হুমকিও দেয়। অবিলম্বে ফোন পে-তে ৩১ হাজার টাকা না পাঠালে ওই স্ক্রিনশট যুবকের ফেসবুক বন্ধুদের কাছে ভাইরাল করে দেবে। কিন্তু যুবক যেহেতু কোন অন্যায় করেননি তিনি ভয় পাননি। তাদের ফাঁদে পা না দিয়ে সরাসরি আরামবাগ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ওই যুবক বলেন, প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর ভাবলাম আমি তো কোন অন্যায় করিনি। ওদেরকে কেন টাকা দেব। বরং ওরা যেভাবে সাধারণ মানুষকে প্রতারিত করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। তাই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। বিষয়টি আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজেও জানিয়েছি। ওই যুবক আরও বলেন, আমার মনে হয় এর পিছনে একটা বড় ধরনের চক্র কাজ করছে। আর সেই চক্রে বিভিন্নজনকে ফাঁদে ফেলে টাকা আদায় করছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি