October 6, 2025

হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানা ও পান্ডুয়া লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদান শিবির

সোমালিয়া সংবাদ, গুড়াপ: গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে সোমবার হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানা ও পান্ডুয়া লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গুড়াপ থানা প্রাঙ্গনে এই দিনের রক্তদান শিবিরের ৫০ জনের রক্তদাতাদের রক্ত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্ত বিভাগের হাতে তুলে দিলেন গুড়াপ থানার ওসি প্রসেনজিৎ ঘোষ। উপস্থিত ছিলেন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত হেড কোয়ার্টার পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য, হুগলির ধনিয়াখালি বিধানসভার বিধায়ক অসীমা পাত্র, গুড়াপ থানার পুলিশের আধিকারিকেরা ও হুগলির পান্ডুয়া লায়ন্স ক্লাবের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ ও মোমেন্টো তুলে দেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আধিকারিকেরা এবং গুড়াপ থানার আধিকারিকেরা। এই রক্তদান শিবির প্রসঙ্গে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র ও হুগলির অতিরিক্ত পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য বলেন, গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই এই রক্ত দান শিবির।

Loading