সোমালিয়া সংবাদ, হুগলি: শ্রীরামপুর থানার অন্তর্গত জাতীয় সড়ক 2-এ অবস্থিত JSW BPSL (প্রাক্তন ভূষণ ইন্ডাস্ট্রিজ) এর চুক্তি ভিত্তিক কর্মীরা মিলের কাজ বন্ধ করে আন্দোলন শুরু করলেন। ম্যানেজারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন শ্রমিকরা। চুক্তিবদ্ধ শ্রমিকদের ওভারটাইম বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও তাঁদের নাকি পারিশ্রমিকও কমানো হয়েছে বলে অভিযোগ । তাঁদের হুঁশিয়ারি দেওয়া হয়, মিলটি লোকসানে চলছে, কাজ না হলে তাঁরা ছেড়ে দিয়ে অন্য কারখানায় যান। শ্রমিকরা তাঁদের যন্ত্রণা প্রকাশ করে বলেন, তাঁরা ১২ বছর ধরে মিলটিতে কাজ করছেন, এখন তাঁদের অন্য জায়গায় চাকরি করার নির্দেশ দেওয়া হচ্ছে । প্রশাসনের লাঠি দেখিয়ে তাঁদের ঠাণ্ডা করা হচ্ছে। প্রায় আড়াইশো চুক্তি ভিত্তিক কর্মী কাজ বন্ধ রেখেছেন। শ্রমিকদের দাবি, আগে ১২ ঘণ্টা কাজ পেতেন, এখন আট ঘণ্টা কাজ পান। তাঁদের পারিশ্রমিকও কমানো হয়েছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে তাঁরা ২৬ দিনের কাজের জন্য মাত্র দশ থেকে এগারো হাজার টাকা পান, সেখানে তাঁদের পাওয়া উচিত পনের হাজার টাকা। শ্রমিকদের অভিযোগ, মিলের ম্যানেজার পুলিশ প্রশাসনের মাধ্যমে মিলের গেটের সামনে থেকে তাঁদের জোর করে বের করে দেন এবং মিল গেট থেকে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো আন্দোলন না করার জন্য সতর্ক করেন।তবে এই বিষয়ে মিল কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা করা হলে গেটে অবস্থানরত নিরাপত্তাকর্মীরা জানান, সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা উপস্থিত নেই। তাই কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি