সোমালিয়া সংবাদ, ঝাড়গ্রাম: বৃহস্পতিবার ঝাড়গ্রামে কর্মী সম্মেলন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “বিজেপি পার্টি দেশে আজকে তুঘলকি রাজত্ব চালাচ্ছে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে দেশে তুঘলকি কান্ড চালাচ্ছে। কারোর আজকে বাঁচার অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই, নাগরিকত্বের অধিকার নেই। সব অধিকারকে খর্ব করে দিয়েছে। যত ইমপরটেন্ট ইনস্টিটিউশন বিজেপির লোক ছাড়া কেউ যাবে না। বড় বড় কথা বলছে আগে তো চিরকুট দিয়ে চাকরি করতো। একটা চিরকুট দিয়ে ট্রানস্ফার করতো। সিপিএমের ৩৪ বছরে আমি অনেক খোঁজ নিয়েছি। আসতে আসতে চ্যাপ্টার ওপেন করব, করিনি আমি ভদ্রতা করেছি। ভদ্রতা দেখানো যদি দুর্বলতা হয়, কাজ করতে গেলে ভুল হয়ে গেলে সেটাকে সংশোধন করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। কিন্তু গায়ের জোরে জুলুম করে তুঘলকি কাণ্ড করে বিজেপি যদি মনে করে তৃণমূলকে আপনারা স্তব্ধ করতে পারবেন মনে রাখবেন তৃণমূলকে জব্দ করে, তৃণমূলকে কখনও স্তব্ধ করা যায় না। তৃণমূল এতটাই শক্তিশালী”। সবমিলিয়ে এদিন বিজেপি ও সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক