সোমালিয়া ওয়েব নিউজ: খোশ মেজাজেই ছিলেন বনের রাজা। খাঁচার মধ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু তাকে বিরক্ত করতেই বিপত্তি ঘটলো। আঙুল কামড়ে কেটে নিল সে। ঘটনাটি ঘটেছে জামাইকার একটি চিড়িয়াখানায়। আক্রান্ত হন খোদ চিড়িয়াখানার কর্মী। জানা গিয়েছে , আক্রান্ত ওই চিড়িয়াখানারই রক্ষী। প্রায় ১৫ জন দর্শকের সামনে খাঁচায় বন্দি এক সিংহের সঙ্গে মজা করতে দেখা যায় তাঁকে। খাঁচার ভিতর হাত ঢুকিয়ে তিনি অঙ্গভঙ্গি করছিলেন। অনেকক্ষণ ধরে সিংহটি বিরক্তি প্রকাশ করলেও তাতে কর্ণপাত করেননি। শেষ পযন্ত ধৈর্যের বাঁধ ভাঙ্গে খাঁচায় বন্দী রাজার। একেবারে ওই ব্যক্তির অনামিকা কামড়ে নেয় সিংহ। এই বিষয়ে চিড়িয়াখানায় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, ব্যক্তিটি হঠাৎ করেই মাটিতে পড়ে যান, তখন সবাই বুঝতে পারে ঘটনাটি গুরুতর। দেখা যায়, চিড়িয়াখানার ওই রক্ষীর আঙুলের পুরো চামড়া এবং আঙুলের প্রায় জয়েন্টটি সিংহটি কামড়ে নেয়। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ‘সিংহ কল্যাণ ও কর্মী’রা উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা যায়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু