October 5, 2025

রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে স্বচ্ছ নিয়োগের দাবীতে বিক্ষোভ নার্সদের

সোমালিয়া সংবাদ, কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে নার্সদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মহিলা নার্সদের সঙ্গে । এক সময় বিক্ষোভকারীরা স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকে পড়েন। বিশাল পুলিশবাহিনী তাঁদের বের করে নিয়ে আসে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ। নার্সদের দাবী, রাজ্যে প্রায় তিন হাজার নার্স নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে স্বাস্থ্য ভবন। কিন্তু সেই তালিকায় অনেক গরমিল রয়েছে। তাই মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের দাবি, রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা। গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে ওই নার্সদের আটকানো হয়েছে। এই বিষয়ে নার্সদের একাংশের অভিযোগ, সব জায়গায় দুর্নীতি। নার্সদের নিয়োগেও গরমিল করা হয়েছে। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। স্বচ্ছভাবে নার্সদের তালিকা প্রকাশ করা প্রয়োজন। সবমিলিয়ে এখন দেখার স্বাস্থ্যভবন কি পদক্ষেপ নেয়।

Loading