সোমালিয়া ওয়েব নিউজ: বলিপাড়ায় একটাই চর্চা। বিখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। সূত্র থেকে জানা গিয়েছে, হায়দরাবাদ পুলিশ পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে ৫৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা করেছে। অভিযোগকারীর দাবি, পরিচালক ‘দিশা’ সিনেমা নির্মাণের জন্য তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেই ছবি মুক্তির আগে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু টাকা শোধ করেননি। অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, কয়েক বছর আগে বন্ধু রমনা রেড্ডির মাধ্যমে ভার্মার সঙ্গে পরিচয় হয়। তিনি ২০২০ সালের জানুয়ারিতে ৮ লক্ষ টাকা এবং কয়েক দিন পরে আরও ২০ লক্ষ টাকা দিয়েছিলেন। অভিযোগ, জনপ্রিয় চিত্র পরিচালক কথা দিয়েছিলেন যে ৬ মাসের মধ্যে টাকা শোধ করবেন। অভিযোগ অনুযায়ী, রাম গোপাল ভার্মা আর্থিক সমস্যার কারণে টাকা ধার নেন। তাঁর আরও অভিযোগ, ছবি মুক্তির সময় বা তার আগে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন রাম গোপাল ভার্মা। কিন্তু অভিযোগকারী ২০২১ সালের জানুয়ারি মাসে জানতে পারেন যে ছবির পরিচালক ওই ছবির প্রযোজক নন। তাঁর কথায় পরিচালক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। অভিযোগের ভিত্তিতে নাকি ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় মামলা রুজু হয়েছে রাম গোপাল ভার্মার বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়।
![]()

More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল