October 6, 2025

দেশের একমাত্র মহিলা ট্রাক্টর মেকানিক এবং চালিকা হিসাবেই দিদি নাম্বার ওয়ানে উইনার নদীয়ার শান্তিপুরের আত্রেয়ী

সোমালিয়া সংবাদ, নদীয়া: মহিলা ট্রাক্টর মেকানিক এবং চালিকা হিসাবে দিদি নাম্বার ওয়ানে উইনার হলেন শান্তিপুরের আত্রেয়ী। নদীয়ার শান্তিপুর শহরের ভদ্রকালী এলাকায় ইলেকট্রনিকস্ দোকানদার অদ্বৈত দাসের মেয়ে আত্রেয়ী কত্থক নাচে বহুবার পুরস্কৃত হয়েছেন। তবে বাবার ইচ্ছা অনুযায়ী আত্রেয়ী এবং তাঁর দাদা অর্ঘ্য দুজনেই ইঞ্জিনিয়ার এবং প্রতিষ্ঠিত। সম্পূর্ণ ভিন্ন ধরনের পেশায় একজন মহিলা হিসেবে আত্রেয়ীর সফলতার কথা তুলে ধরতে নৈহাটিতে দিদি নাম্বার ওয়ান অডিশনে গত ৮মে আমন্ত্রণ জানায় তাঁর এক বান্ধবী। ১৪ তারিখ
দ্বিতীয় অডিশনে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিলো কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকার কারণে। তবে ট্রাক্টর প্রস্তুতকারক সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তাঁরাই নিয়ে যান নিজেদের উদ্যোগে। এরপর ফাইনাল শুটিং ১৯মে মা-বাবাসহ পরিবার এবং আত্মীয়-স্বজন পরিজন সাতজন আমন্ত্রণ পান। ভিন্ন পেশায় স্বাবলম্বী মেয়ে হিসাবে বিভিন্ন জেলা থেকে আগত ফুচকা বিক্রেতা, খবরের কাগজ বিক্রেতা এবং গোয়েন্দা বিভাগে কর্মরতা এমনই তিনজন অংশগ্রহণের মধ্যেও আত্রেয়ী উইনার হন। সে খবর ছড়িয়ে পড়তেই শান্তিপুরে খুশির জোয়ার।

Loading