October 6, 2025

সোমালিয়া ওয়েব নিউজ: কালিম্পং বেড়াতে যাবেন,সব তথ্যই কয়েকদিন পর নতুন অ্যাপে পেয়ে যাবেন। আসছে নতুন অ্যাপ। ভ্রমণপিপাসু বাঙালির জন্য আবার সুখবর। রাজ্য সরকার কালিম্পংয়ে যারা বেড়াতে যাবেন তাঁদের জন্য নতুন অ্যাপ আনছে। এই অ্যাপেই কালিম্পংয়ের যাবতীয় পর্যটন ক্ষেত্রের তথ্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আধুনিক সময়ে পর্যটন টানতেও নতুন পদক্ষেপ প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই শুধুমাত্র কালিম্পঙের জন্য একটি অ্যাপ আনছে সংশ্লিষ্ট দপ্তর বলে জানা গিয়েছে। নাম কালিম্পং টুরিজম অ্যাপ এনআইসি, ওয়েস্ট বেঙ্গলের তরফে এই কাজটি করা হয়েছে। কিছুদিনের মধ্যেই গুগুল প্লে স্টোর থেকে পাওয়া যাবে।
পর্যটকদের পাশাপাশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই উপকার পাবেন এই অ্যাপ থেকে। কারণ, সেখানে হোটেল-রিসর্ট-হোম স্টে ব্যবসায়ীরা ওই অ্যাপে তাঁদের সম্পর্কে বিশদ বিবরণ দিতে পারবেন ওই অ্যাপে। উল্টোদিকে, পর্যটকরা তাঁদের অভিজ্ঞতার কথাও লিখতে পারবেন ওই অ্যাপে। ফলে দু-তরফেই মিলবে উপকার। ওই রিভিউ দেখে প্ল্যান করতে পারবেন অন্য পর্যটকরাও। সবমিলিয়ে শুধু ঘোরার সুবিধাই নয়, নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে পুলিশ স্টেশন ও হাসপাতালের তথ্যও নাকি রাখা হয়েছে এই অ্যাপে। তাই এখন দেখার কবে চালু হয় এই অ্যাপ।

Loading