October 5, 2025

দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরী নদী থেকে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে গ্রেফতার

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ মহকুমার বিভিন্ন থানার পুলিশের পক্ষ থেকে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে চলছে জোরদার অভিযান। শুক্রবার সকালে আরামবাগ থানার পুলিশের পক্ষ থেকে আরামবাগের দ্বারকেশ্বর নদ তীরবর্তী সংলগ্ন চাঁদুর এলাকায় এক অভিযান চালানো হয়। ওই সময় ছ’টি সাইকেলে করে বেআইনিভাবে বালি তুলে নিয়ে যাওয়ার কাজ চলছিল। তখনই পুলিশ সেখানে পৌছলে সাইকেল ফেলে চালকরা পালায়। পরে তিন জনকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয়েছে ছটি সাইকেল। এছাড়াও ১৯ বস্তা বালি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে খানাকুল থানার পুলিশ মুন্ডেশ্বরী নদী সংলগ্ন খানাকুলের মাজপুর এলাকা থেকে বালি বোঝাই তিনটি ইঞ্জিন ভ্যান আটক করেছে। এই ঘটনায় গ্রেপ্তার করেছে তিনজন ভ্যানচালককে।  ওই ভ্যানগুলিতে ৭২ বস্তা বালি ছিল। সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন বেআইনি বালিখাদান থেকে লরি ও ট্রাকটারে করে বালি পাচারের পাশাপাশি নিয়মিত ইঞ্জিন ভ্যান ও সাইকেলে করে বালি পাচারের কাজ চলছে। বিশেষ করে ভোরের দিকে ওই সমস্ত পাচারকারীরা নদী থেকে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে। আর তার বিরুদ্ধেই পুলিশ অভিযান চালাচ্ছে।

Loading