সোমালিয়া সংবাদ, আরামবাগ: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত হলেন কমপক্ষে কুড়ি জন যাত্রী। সকলকেই আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিদোনা গ্রামে। জানা গেছে, আরামবাগ থেকে একটি যাত্রীবোঝাই বাস গোতানের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে সেটি রাস্তার নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয় মানুষ ছুটে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় মানুষের সহায়তায় তাঁরা আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে আহতদের দেখতে ছুটে যান প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, তৃণমূল নেতা স্বপন নন্দী, রাজেশ চৌধুরী প্রমুখ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বলুন্ডী গ্রামে কালীপুজো থাকায় ওই বাসটিতে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভিড় হয়েছিল। কিন্তু বাসের চালক বেআইনিভাবে ট্রাফিক নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছিলেন। কখনও ডানদিক করছিলেন কখনও বাঁদিক। এরপরে হঠাৎই তিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই সেটি রাস্তার ধারে নেমে উল্টে যায়। যদিও ঘটনার পরই ওই চালক বাস থেকে নেমে ছুটে পালান। স্থানীয় মানুষের অভিযোগ, এই রুটের বাসের চালকরা সব সময় বেপরোয়াভাবে গাড়ি চালান। কিছু বলতে গেলে উল্টে তাঁরা মারধর করতে আসেন। ফলে বাধ্য হয়ে তাঁরা কিছু বলতে পারেন না। এ ব্যাপারে তাঁরা ওই সমস্ত লোকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর দাবি তুলেছেন। পাশাপাশি ওই বাসচালকের শাস্তির দাবি জানিয়েছেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি