সোমালিয়া ওয়েব নিউজ: বারো বছরের এক নাবালককে হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের লেকস্ স্টেটের নিকটবর্তী একটি খামারে। নাবালকটিকে এমনভাবে গরুটি আক্রমণ করে যে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, তাঁরা গরুর মালিককেও হেফাজতে রেখেছেন। হত্যার দায়ে কোনও প্রাণীকে গ্রেফতার করা এই প্রথম নয়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একটি বাচ্চা ভেড়াকে একই অভিযোগে গ্রেফতার করেছিল সুদানের পুলিশ। সাজা হিসাবে ভেড়াটিকে মিলিটারি ক্যাম্পে তিন বছরের জন্য রাখা হয়েছে। অ্যাধিউ চ্যাপিং নামে এক মহিলাকে হত্যার অভিযোগে ভেড়াটিকে গ্রেফতার করা হয়।সুদানের আইন অনুযায়ী, কোনও পশুর আক্রমণে কেউ মারা গেলে, তার বিরুদ্ধে সাজার নির্দেশ দেওয়া হয়। সাজা খাটার নির্ধারিত সময় পার হলে সেই পশুটিকে ক্ষতিপূরণ হিসাবে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই প্রথাই চলে এসেছে সুদানে। এই ঘটনায় আবারও নেট দুনিয়ায় চাঞ্চল্য।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন