সোমালিয়া সংবাদ, হুগলি: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এসটিএফ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ওয়াসিম আকতার। ধৃতের কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি, ম্যাগাজিন সহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন এসটিএফ আধিকারিকরা। লেকটাউন থানায় অভিযোগের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রসহ যুবকটিকে হুগলির চাঁপদানি এলাকা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ বলে জানা যায়। তবে পুলিশের প্রাথনিক অনুমান, পাচার করার জন্যেই এত পরিমাণ অস্ত্র মজুত রাখা হয়েছিল। এর পেছনে অন্য কোনও চক্র যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্য জুড়ে তল্লাশি চালিয়ে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই রাজ্য জুড়ে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ প্রশাসন। বেশ কিছু জায়গা থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারা হুগলি জেলা জুড়েই নাকা চেকিং চলছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক