সোমালিয়া ওয়েব নিউজ: আফগানিস্তানে হাজার হাজার কেজি গম পাঠাচ্ছে নয়াদিল্লি। আর সেই গমই চুরি করছে পাকিস্তান বলে অভিযোগ। এবার প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস সূত্র থেকে জানা গিয়েছে, আফগানিস্তানের জন্য ভারত থেকে পাঠানো ত্রাণ সামগ্রী চুরি করে মজুত করছে পাকিস্তান। ভারত থেকে গম বোঝাই ট্রাকগুলি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করে। কিন্তু নির্দেশ মতো সেখানে গমের বস্তা না নামিয়ে ফেরার পথে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে সেগুলি। আর সেখান থেকেই গম চুরি করছে পাকিস্তান বলে অভিযোগ। আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে প্রায় ৫০টি গম বোঝাই ট্রাক আটক করে তালিবান । সেগুলি অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করছিল। তার আগের দিন হেরাত-কান্দাহার সড়কে আরও গম বোঝাই ট্রাক আটক করা হয় বলে জানিয়েছে হেলমন্দ প্রদেশে তালিবানের অন্যতম শীর্ষকর্তা হাফিজ রশিদ হেলমন্দি। ওই ট্রাকগুলি পাকিস্তানে যাচ্ছিল বলে জানিয়েছে তালিবান। উল্লেখ্য, আফগানিস্তানে দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। তালিবান ক্ষমতায় ফেরায় দেশটির বাণিজ্য এবং জোগান ব্যবস্থার দশা শোচনীয়। এহেন পরিস্থিতিতে ক্ষুধার্ত আফগানদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে আসে ভারত।কিন্তু এই ভাবে গম চুরি হয়ে যাওয়ায় উদ্বিগ্ন ভারতও। ফলে আগামীদিনে ইরানের চাবাহার বন্দর দিয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠানোর পরিকল্পনা করছে ভারত বলে জানা যায়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু