October 6, 2025

প্রাথমিকে দুর্নীতি করে চাকুরি পাওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সোমালিয়া ওয়েব নিউজ: এবার প্রাথমিক টেটে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক টেটে লক্ষ-লক্ষ টাকার নিয়োগ দুর্নীতির অভিযোগে ‘বাগদা রঞ্জনে’র ভূমিকা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের স্পষ্ট নির্দেশ, প্রাক্তন সিবিআই অধিকর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাসের ফেসবুকে তোলা অভিযোগের ওপর সিবিআই তদন্ত করবে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ, তদন্তের প্রয়োজনে সিবিআই উপেন্দ্রনাথ বিশ্বাস এবং চন্দন মণ্ডল দু’জনকেই ডেকে জিজ্ঞাসাবাদ করবে। এছাড়া সিবিআই চাইলে অন্য কাউকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে। যদি চন্দন তদন্তে সহযোগিতা না করেন তাহলে তাঁকে সিবিআই হেফাজতেও নিতে পারে বলে জানিয়েছেন বিচারপতি। ৭ দিনের মধ্যে সিবিআইকে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জুন। তবে আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই তদন্তের বাইরে থাকলেও নিয়োগ দুর্নীতি নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে পর্ষদকে দু’সপ্তাহের হলফনামা আকারে রিপোর্ট পেশ করতে হবে আদালতে। এই নির্দেশ আসতেই প্রাথমিকে দুর্নীতির জট কাটাতে তৎপর সিবিআই।

Loading