October 5, 2025

দক্ষিণী তারকার বিয়ে ঘিরে চাঁদের হাট, প্রধান অতিথি বলিউডের বাদশা কিং খান

সোমালিয়া ওয়েব নিউজ: তারকাদের বিয়ে মানেই চাঁদের হাট। বিয়ে করলেন দক্ষিণী তারকা নয়নতারা। পাত্র, তাঁর দীর্ঘ দিনের প্রেমিক, পরিচালক ভিগনেশ শিবান। দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্কে রয়েছে নায়িকা ও পরিচালকের মধ্যে বলে জানা গিয়েছে। চেন্নাইয়ের মহাবলিপুরমের শেরাটন পার্কে তাঁদের বিয়ে উপলক্ষে তারকা সমাবেশ হয়। সূত্র থেকে জানা গিয়েছে , শাহরুখ খান, রজনীকান্ত সহ একঝাঁক তারকা উপস্থিত ছিলেন অভিনেত্রীর বিয়েতে। পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে করলেন নয়নতারা। বিয়ের পরেই নবদম্পতির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করেছেন বর ভিগনেশ নিজেই। লাল ব্লাউজ ও শাড়িতে সেজেছিলেন নয়নতারা। গলায়, হাতে ও মাথায় সবুজ পাথর বসানো গয়না পরেছিলেন। অন্যদিকে ঘিয়ে রঙা কুর্তি ও মুন্ড ছিল বরের পরনে। ছবি পোস্ট করে ভিগনেশ লিখেছেন, ‘১০-এ মানদণ্ডে নম্বর দিতে হলে, নয়ন আর আমি এক। ঈশ্বর, ব্রহ্মাণ্ড এবং আমাদের মা-বাবা, বন্ধুবান্ধবের আশীর্বাদে বিয়ে করলাম।

Loading