October 5, 2025

আমাজনের জঙ্গলে নিখোঁজ সাংবাদিক, চলছে তল্লাশি

সোমালিয়া ওয়েব নিউজ: পেরু সীমান্তের কাছে আমাজ়নের জঙ্গলে নিখোঁজ সাংবাদিক। শেষ খবর পাওয়া পযন্ত তাঁদের খুঁজতে তল্লাশি জারি রেখেছে প্রশাসন। আমাজ়নের গভীর জঙ্গলে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপ্স এবং তাঁর সঙ্গী ব্রাজিলের জনজাতি বিশেষজ্ঞ ব্রুনো পেরেরা। পেরুর সীমান্তবর্তী ব্রাজিলের জাভারি উপত্যকার কোনও নদীতে নৌকা নিয়ে গিয়েছিলেন তাঁরা। তার পর আর কোনও খবর নেই। ফিলিপ্স ও পেরেরা দু’জনেই অভিজ্ঞ। ফলে জঙ্গলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম। ফিলিপ্স ব্রিটিশ নাগরিক হলেও দীর্ঘদিন ধরে তিনি সালভাদর নিবাসী। আর আমাজ়নের দুর্গম এলাকায় জনজাতিকে নিয়েই কাজ পেরেরার। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৮৫ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আমজ়নের এই জাভারি উপত্যকা। ঘন, প্রাচীন এই অরণ্যে অন্তত ২৬টি জনজাতির বাস। যাদের মধ্যে ১৯টি সম্প্রদায়ের বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ নেই। তাঁদের হাতে বন্দি হওয়ার আশঙ্কা যে একেবারে নেই তা বলা যায় না। তবে ওঁদের পরিবার ও ঘনিষ্ঠ বৃত্ত থেকে অন্য একটি আশঙ্কার আঁচ মিলেছে। এই অঞ্চলটি চোরাই কাঠ পাচারকারী, চোরাশিকারি, অবৈধ সোনা খনন, বিশেষ করে মাদক পাচারকারিদের স্বর্গরাজ্য। এই এলাকা নিয়েই একটি বইয়ের জন্য গবেষণা চালাচ্ছিলেন ফিলিপ্স। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় যেতে নিষেধ করে গত সপ্তাহেই ফিলিপ্স ও পেরেরার কাছে হুমকি ফোন আসে। তাই তাদের হাতে অপহরনের আশঙ্কা করছেন তাঁদের পরিবার। তবে সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন।

Loading