October 5, 2025

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গোঘাটে পথদুর্ঘটনায় মৃত্যু বাবা-মায়ের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়ে

সোমালিয়া সংবাদ, গোঘাট: লরির সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাবা ও মায়ের। গুরুতর জখম হয়েছেন তাঁদের মেয়ে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের ক‍্যানেল পুল এলাকায়। জানা গেছে, মৃত দম্পতির নাম মৃত্যুঞ্জয় কর(৫২) ও বন্দনা কর(৪৮)। মৃত্যুঞ্জয়বাবু পেশায় আয়ুর্বেদিক চিকিৎসক। বাড়ি পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর এলাকায়। বুধবার শ্যালিকার মেয়ের বিয়ের প্রীতিভোজ উপলক্ষে জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গিয়েছিলেন। খাওয়া-দাওয়ার পর রাতে সেখান থেকেই নিজেদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। মৃত্যুঞ্জয়বাবু নিজেই চালাচ্ছিলেন। গাড়িটি মান্দারণ এলাকায় পৌঁছাতেই উল্টোদিক থেকে একটি লরির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লরি অন্য একটি লরিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় মানুষ ছুটে যান।

ঘটনাস্থলে পৌঁছান গোঘাট থানার ওসি শৈলেন্দ্রনাথ উপাধ্যায় সহ অন্যান্য পুলিশকর্মীরা।  তিনজনকেই গুরুতর জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা বন্দনাদেবীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা চলাকালীন ভোরের দিকে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়বাবুর। তাঁদের মেয়ে স্বস্তিকা করের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়েছে। স্বস্তিকা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে।

Loading