সোমালিয়া ওয়েব নিউজ: এবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এসে ‘বিয়ের গুজব’ নিয়ে মুখ খুললেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। খুব মজার ছলে এর উত্তর দিয়েছেন তিনি। উত্তর দেওয়ার জন্য বলিউড বাদশার শরণাপন্ন হয়েছেন তিনি। শাহরুখ খানের একটি সিনেমার জনপ্রিয় একটি ডায়লগ লিপিবদ্ধ করে একটি ‘রিলস ভিডিও’ পোস্ট করেন তিনি। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে সোনাক্ষী ও জাহির নিজেদের সম্পর্কের ‘অফিসিয়াল’ স্বীকৃতি দিয়েছিলেন। উল্লেখ্য, তারপরই হঠাৎ তাঁদের বিয়ের গুজব রটে। ফ্যানেরা অনেকেই সেটি সত্যি ভেবে নিয়ে তাঁদের ছবির নীচে, দুজনের বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়ে উইশও করে ফেলেছেন এর মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই গুজব রটে, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর বয়ফ্রেন্ড জাহির ইকবাল-কে নিয়ে। গুজব শুরু হয়, তাঁরা নাকি বিয়ে করতে চলেছেন। এই নিয়ে শুরু হয় জোর জল্পনা-কল্পনা। প্রথমে এই বিষয় নিয়ে সোনাক্ষী ও জাহির কোনো মন্তব্য না করলেও গুজব দিনে দিনে বেড়ে চলে।এখন দেখার বাস্তবে কি হয়।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল