সোমালিয়া সংবাদ, নদীয়া: শরীর এক মন্দির, স্বাস্থ্যই সম্পদ। এই কথাগুলো আমার সকলেই জানি। আর শরীরনঝকে ফিট আর চনমনে রাখতে গেলে জিমন্যাস্টিকসের গুরুত্ব যেমন অপরিসীম পাশাপাশি ঔ অন্যতম প্রধান উপায়। যা বেশিরভাগটাই আমাদের ছোটবেলা থেকে করার অভ্যাস করতে হয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি এই অভ্যাসটা শরীরকে যেমন ফিট রাখতে সহায়তা করে তেমন পড়াশোনায় মনোনিবেশও বাড়াতে সাহায্য করে।
সমাজের সকলের মধ্যে জিমন্যাস্টিকসের গুরুত্ব তুলে ধরতে ও এটা নিয়ে সকলের মধ্যে উৎসাহ ও প্রেরনা জোগানোর লক্ষ্যে নদীয়া জেলা জিমন্যাস্টিকস আ্যসোসিশনের উদ্যোগে তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্যাম্প চলছে। নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকায় দেহসৌষ্ঠব ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ শিবির। প্রশিক্ষক অরূপ দাস জানান, নবদ্বীপ সহ অন্যান্য অঞ্চল থেকে আসা মোট ৮০ জন ছাত্রছাত্রী এই বিশেষ শিবিরে অংশ নেয়।
নবদ্বীপে দু’দিন ও হালিশহরে এক দিন এই বিশেষ শিবির অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক