সোমালিয়া সংবাদ, আরামবাগ: বেশ কিছুদিন ধরেই মেয়াদ উত্তীর্ণ একটি বালি খাদান থেকে বালি চুরির অভিযোগ উঠেছিল। আর তাই ওই বালি খাদানে অতর্কিতে হানা দিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল ও আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ সহ পুলিশবাহিনী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত আরামবাগ পুরসভার চাঁদুর এলাকায়। প্রশাসন সূত্রে জানা গেছে, ওই বালি খাদানটিতে লোকনাথ এন্টারপ্রাইজের লিজের মেয়াদ ৩১ মে শেষ হয়ে গেছে। ফলে ওই খাদান থেকে বালি তোলা বন্ধ রয়েছে। কিন্তু গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছে, আশেপাশের খাদান থেকে ওই বালি খাদান এলাকায় ঢুকে নৌকায় করে বালি তোলার কাজ চলছে। তাই এদিন আরামবাগ মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছ থেকে খবর পেয়ে এসডিপিও ও আইসি বিষয়টি খতিয়ে দেখতে অতর্কিতে ওই খাদানে হাজির হন। গিয়ে দেখেন ওই খাদান সংলগ্ন নদীতে একটি নৌকা রাখা রয়েছে। সেই নৌকার মধ্যে রয়েছে পাইপের মধ্যে দিয়ে বালি তোলার জন্য পাম্প মেশিন। যেহেতু খাদানটি বেশ কিছুদিন ধরেই বন্ধ তাই ওখানে নৌকা ও পাম্প মেশিন থাকার কথা নয়। স্থানীয় মানুষের কাছে এসডিপিও ও আইসি বিষয়টা খোঁজখবর নেন। তারপর ওই নৌকা ও পাম্প মেশিনটি বাজেয়াপ্ত করেন। এ বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, অভিযোগ পেয়ে আমরা এদিন অতর্কিতে হানা দিই। সেখান থেকে একটি নৌকা ও মেশিন আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি ওটি বেআইনি হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি