সোমালিয়া সংবাদ, কলকাতা: বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কুমোরপাড়াগুলিতে। বিশেষ করে কলকাতার কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। দুর্গাপুজোর আঁতুড়ঘর কুমোরটুলি। বাঁশ-খড়ের কাঠামোর ওপর মাটির প্রলেপে একটু একটু করে জেগে উঠছেন মৃন্ময়ী মা। বর্ষা এসে যাওয়ায় প্লাস্টিকের আড়ালেই চলছে প্রস্তুতি। আরও ভাল করে মা-কে সাজিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা।
দুর্গাপুজো ঘিরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। ইউনেস্কোর পক্ষ থেকে কলকাতার দুর্গাপুজোকে পুরস্কৃত করা হয়। আগামী ১ সেপ্টেম্বর শোভাযাত্রা করে ইউনেস্কোকে ধন্যবাদ জানানো হবে। চলছে তারও প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে একই ছবি। এতদিন শিল্পীরাও মুখিয়ে ছিলেন নিজেদের প্রমাণ করার জন্য। মণ্ডপ কর্মীরা এসে গিয়েছেন কলকাতায়। মাঠজুড়ে চলছে কাজ। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। হাতে আর মাত্র ১০০ দিন। তারপরই বেজে উঠবে বোধনের শঙ্খ। মঙ্গলময়ীর আরাধনার প্রস্তুতি ও উৎসবকে ফিরে পাওয়ার আনন্দে মশগুল আপামর বাঙালী। সবমিলিয়ে দুর্গাপুজোর কাউন ডাউন শুরু কলকাতার কুমোরটুলিতে।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন