সোমালিয়া সংবাদ, হুগলি: হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার কামারকুন্ডুতে নতুন জিআরপি থানার উদ্বোধন করলেন রেলের ডেপুটি জেনারেল অধীর শর্মা। পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অফ জেনারেল পুলিশ বাস্তব বৈদ্য ও হাওড়া সুপারিটেন্ডেন্ট অফ রেলওয়ে পুলিশের পঙ্কজ কুমার দ্বিবেদী। কামারকুন্ডুতে রেল লাইন সম্প্রসারণের জন্য পুরাতন থানাকে ভেঙে নতুন থানা তৈরি হয়েছে। আগামীদিনে এই কামারকুন্ডু স্টেশন থেকে দূরপাল্লার গাড়ি ছাড়ার পরিকল্পনা রয়েছে। তাই আরও রেলসুরক্ষার জন্য রেল পুলিশ কড়া নজরদারি চালাবে এই কামারকুন্ডু জিআরপি থানা থেকে। আগামীদিনে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের কাজ সমাপ্ত হলে তারকেশ্বরে একটি নতুন জিআরপি থানা তৈরি করা হবে বলে জানিয়েছেন রেল ডেপুটি জেনারেল অধীর শর্মা। পাশাপাশি রেলের সুরক্ষার জন্য আগামীদিনে প্রচুর রেল পুলিশ নিয়োগ করা হবে। সবমিলিয়ে রেল যাত্রীদের সুরক্ষার স্বার্থে নতুন জিআরপি থানা গঠিত হওয়ায় খুশি এলাকার মানুষ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক