সোমালিয়া ওয়েব নিউজ: একেবারে চপারে চাপিয়ে বউকে বিয়ে করে আনলো তালিবান সেনা জওয়ান। আর তা নিয়েই আফগানিস্তান জুড়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও তালিবান সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। বিয়ে করে নতুন বউকে সেনার চপারে বসিয়ে বাড়ি ফিরলেন এক তালিবান জওয়ান। নেটমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ভিডিও। জানা গিয়েছে, আফগানিস্তানের লোগার থেকে পূর্বে খোস্ত প্রদেশে স্ত্রীকে নিয়ে উড়ে গিয়েছেন তিনি। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম খামা প্রেস জানিয়েছে, ওই ব্যক্তি তালিবানের হাক্কানি নেটওয়ার্কের সদস্য। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই জওয়ান চপার থেকে কনের বাড়ির সামনে নামেন। মেয়েটিকে বিয়ের জন্য তাঁর বাবার হাতে পণ বাবদ ১২ লক্ষ আফগান মুদ্রা দেন। ওই জওয়ানের বাড়ি খোস্ত প্রদেশে। আর কনের বাড়ি লোগার প্রদেশের বারকি বারাক জেলায়। নেটমাধ্যমে এই ভিডিও দেখে অভিযোগ, জনগণের সম্পত্তি নয়ছয় করছে তালিবান সরকার। যদিও তালিবান সরকার এই অভিযোগ মানেনি।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু