সোমালিয়া ওয়েব নিউজ: উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক নির্মল মাঝির ‘মা সারদা দেবী’-কে নিয়ে তথ্য বিকৃত করে মন্তব্য করেছেন, তাই রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে যুক্ত সেবক ডাঃ অশোক কুমার প্রধান তাঁর ‘বঙ্গ রত্ন সম্মান/১৪২৮’ প্রত্যাখান করলেন। এমনই জানালেন ডাঃ অশোক কুমার প্রধান। তিনি স্পষ্টই জানালেন, ‘আমি ডাঃ অশোক কুমার প্রধান। বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক। কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন শহরসহ আমেরিকা, জার্মানি, লন্ডন ও বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের বিভিন্ন স্থানে চিকিৎসা ও সেবামূলক কাজে নিয়োজিত থাকার সৌভাগ্য লাভ করেছি ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদে। সম্প্রতি, বিনামূল্যে সেবামূলক ক্যানসার রোগীর হোমিওপ্যাথি চিকিৎসা ও করোনা মহামারিতে হোমিওপ্যাথিক চিকিৎসায় অভূতপূর্ব সাফল্যের জন্য কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের বইমেলা ও সাহিত্য উৎসব ২০২২ কমিটির পক্ষ থেকে আমাকে ‘বঙ্গ রত্ন সম্মান/১৪২৮’ প্রদান করা হয়েছিল। কিন্তু তা তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক