সোমালিয়া ওয়েব নিউজ: রবীন্দ্র সরোবরে আজও রোয়িং চালু না হওয়ায় সমস্যায় পড়েছেন রোয়িং অনুশীলনকারীরা। প্রশাসনের নির্দেশ মেনে রেসকিউ বোটের বন্দোবস্ত করতে না-পারার কারণেই কি চালু করা যাচ্ছে না রোয়িং? রবীন্দ্র সরোবরে রোয়িং করতে নেমে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার দেড় মাস পরেও রোয়িং শুরু না হওয়ায় এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত আর্গোমিটারেই ভরসা রাখছেন রোয়ারেরা। ফের কবে রোয়িং শুরু হবে, তার উত্তর নেই ক্লাবকর্তাদের কাছেও। গত ২১ মে রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলনে নেমে কালবৈশাখীর মধ্যে পড়ে তলিয়ে যায় সৌরদীপ চট্টোপাধ্যায় ও পুষ্পেন সাঁধুখা নামে দুই কিশোর। পরে তাদের দু’জনের দেহ মেলে। সেই ঘটনার পরে সরোবরে সব ধরনের রোয়িং অনুশীলন ও প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কী কী করণীয়, সে বিষয়ে আলোচনা করতে ক্লাবকর্তা এবং কেএমডিএ কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসে লালবাজার। জুন মাসের প্রথম সপ্তাহে হওয়া সেই বৈঠকে সরোবরের প্রতিটি ক্লাবকে রোয়িংয়ের জন্য একটি খসড়া ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর’ দেওয়া হয়। সেই এসওপি প্রতিটি ক্লাবে পাঠিয়ে দেওয়া হয় লালবাজারের তরফে। এসওপি মেনে আদৌ রোয়িং অনুশীলন হচ্ছে কি না, তা দেখতে একটি কমিটিও তৈরি করে দিয়েছিল লালবাজার। কিন্তু তারপরে প্রায় এক মাস কেটে গেলেও রোয়িং শুরু হয়নি।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন