সোমালিয়া ওয়েব নিউজ: সরকারি ভাবে ৮ই জুনের দু’একদিন আগে বর্ষা এলেও চাহিদা অনুযায়ী চাষিদের প্রত্যাশা আদৌ পূরণ করেনি। দ্রুত যে করবে তারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আর এতেই চাষিদের মাথায় হাত। একই পরিস্থিতি সার ব্যবসায়ীদের। আমন ধান চাষের ভরা মরশুম চলছে। অথচ ‘ধানের গোলা’ পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ জায়গায় সেই জনপ্রিয় গানের মত ‘বৃষ্টির দ্যাখা নাইরে, বৃষ্টির দ্যাখা নাই।’ এদিকে ধীরে ধীরে চাষের মরশুম শেষের দিকে এগিয়ে চলেছে। যদিও গত কয়েক বছর ধরে কোথাও কোথাও আমন ধান রোপণ করতে প্রায় ভাদ্র মাস শেষ হয়ে যাবে। ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু জমিতে ধান রোপণ হলেও রাজ্যের প্রায় সব জেলাতেই
মাঠ জলের অভাবে খাঁ খাঁ করছে। বৃষ্টির ব্যাপারে আবহওয়া দপ্তরও সেভাবে আশার বাণী শোনাতে পারছে না। আবার বৃষ্টি না হলে সেচ খালগুলোতে চাষের জন্য জলও পাওয়া যাবে না। সব মিলিয়ে এলাকার চাষিরা খুবই চিন্তিত। চাষিদের দাবি, বৃষ্টি যদি না হয় তাহলে চাষ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। রাসায়নিক সারের দাম সহ চাষের অন্যান্য খরচ বেড়ে গেছে। এরপর যদি জল কিনে চাষ করতে হয় তাহলে চাষের খরচ উঠবে না। চরম সমস্যায় পড়ে যাবে চাষিরা। তাদের আশা দু’একদিনের মধ্যে ভাল বৃষ্টি হবে এবং তারা চাষও করতে পারবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক