October 5, 2025

আস্ত ট্রাক ছিনতাইয়ের অভিযোগে পুলিশের জালে তিন

সোমালিয়া সংবাদ, হুগলি: এবার ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলি জেলা জুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্ডীতলা থানার অন্তর্গত পুরাতন বেনারস রোডের(ডানকুনি-চাঁপাডাঙা 26 নং) উপর ট্রাক ছিনতাই করতে এসে হুগলির চন্ডীতলা থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করে। এদিন তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। এই রাস্তার উপর প্রায় সময় ছিনতাই ঘটনা ঘটতো। চন্ডীতলা থানার পুলিশ এই রাস্তার উপর নজর রাখতে শুরু করে। স্থানীয় মানুষ জানান, এই রাস্তায় সারি দিয়ে ট্রাক দাঁড়িয়ে থাকে এবং হোটেলে খাওয়া দাওয়া করে। আর সেই সময়ই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। অনেক দিন থেকেই এই ধরনের ঘটনা ঘটছে। এদিন রাতে পুলিশের নজরদারি ছিলো কড়া। পুলিশ ড্রাইভারের চিৎকার শুনে হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, রাতে কর্তব্যরত চন্ডীতলার থানার পুলিশ টহল দেবার সময় ট্রাক চালক চিৎকার শুরু করে। শব্দ শুনেই পুলিশ ট্রাকের সামনে ছুটে আসে এবং অভিযুক্তদের পাকড়াও করে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের করে পুলিশ জানতে পারেন এর আগেও তারা এই কাজ করেছিলো। চন্ডীতলা থানায় ট্রাক চালকটি একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে হুগলির চন্ডীতলার থানার পুলিশ অভিযুক্তদের মেডিক্যাল করে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করেন।

Loading