October 5, 2025

আজও দিঘায় জলোচ্ছ্বাস, আনন্দে উচ্ছ্বসিত পর্যটকেরা

সোমালিয়া সংবাদ, পূর্ব মেদিনীপুর: দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসে রাস্তাঘাট ও বহু হোটেল জলমগ্ন হল। ওল্ড দীঘায় প্রায় ৩০টি হোটেলে সমুদ্রের নোনা জল ঢুকে যায়। হোটেলের মধ্যে কোথাও একফুট কোথাও তার চেয়েও বেশি জল দাঁড়িয়ে যায়। ফলে, পর্যটকদের স্থানান্তর করতে হয়। ১১৬বি জাতীয় সড়কের উপর জল থইথই করে। সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাস আগেই ছিল। দিঘায় জলোচ্ছ্বাসের কথা আবহাওয়া অফিস থেকেই আগাম জানানো হয়েছিল। যেকারণে এদিন মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধ ছিল। একইভাবে পর্যটকদেরও সমুদ্রস্নান বন্ধ রাখা হয়েছিল। তবে এদিন বড়সড় বিপদের হাত থেকে রেহাই পেয়েছে এক পর্যটক পরিবার।
সকালে জোয়ারের সময় উত্তাল ছিল সমুদ্র। সমুদ্রের ভয়ঙ্কর রূপ কাছ থেকে দেখার জন্য অতি উৎসাহী কয়েকজন গার্ডওয়ালের উপর বসেছিলেন। তাদের সতর্ক করে প্রশাসন। টানা তিনদিন সকালে জোয়ারের সময় ফুঁসছে সমুদ্র। গার্ডওয়াল পার করে গোটা ওল্ড দীঘা জল থইথই করছিল। সমুদ্র ও জাতীয় সড়কের ধারে ৩০টি হোটেলে জল ঢুকে যায়। অনেক দোকানঘর জলমগ্ন হয়। যদিও ঘণ্টা দু’য়েক বাদে জল গড়িয়ে যায়। সকাল থেকেই পুলিস প্রশাসনের পক্ষ থেকে উপকূল বরাবর মাইকিং করা হচ্ছিল। পর্যটকরা যাতে কোনওভাবে সমুদ্রে না নামেন তার জন্য বারবার সতর্ক করা হচ্ছিল। 

Loading