October 6, 2025

অর্পিতার কালো ডায়েরি ঘিরে রহস্য

সোমালিয়া সংবাদ, কলকাতা: ইডির জালে অর্পিতা মুখোপাধ্যায়। তার একটি কালো ডায়েরি ঘিরে রহস্য। ইডি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে এমন একটি ডায়েরি। যাতে উচ্চ শিক্ষা ও স্কুল শিক্ষা দপ্তরের নাম রয়েছে। মিলেছে একটি পকেট ডায়েরিও। এসএসসি দু্র্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতাকে গ্রেপ্তার করেছে ইডি। অর্পিতার বিলাসবহুল আবাসন থেকে মিলেছে নগদ টাকা, সোনা, নথি, বিদেশি মুদ্রা-সহ বেশ কিছু জিনিস। যার মধ্যে ছিল দুটি ডায়েরি। তারই একটি এই কালো ডায়েরি ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। আগেও একাধিক দুর্নীতির তদন্তে সামনে এসেছে ডায়েরি রহস্য। তা সে  নব্বইয়ের দশকের হাওয়ালা-কাণ্ডে সুরেন্দ্র জৈনের ডায়েরি কিংবা বছর আটেক আগে সহারা কর্তা সুব্রত রায়ের ডায়েরি। সারদা কর্তা সুদীপ্ত সেনের লাল ডায়েরি ঘিরেও কম জল্পনা হয়নি।  এবার এসএসসি দুর্নীতির তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া কালো ডায়েরি থেকে পাওয়া তথ্যে তদন্তের গতি বাড়বে বলেই মনেই করছেন ইডি আধিকারিকরা। 

Loading