সোমালিয়া ওয়েব নিউজ: স্বামীকে খুন করার অপরাধে তিন মহিলাকে এক দিনে ফাঁসি দেওয়া হল ইরানে। সূত্র থেকে জানা গিয়েছে, ইরানের তিনটি পৃথক কারাগারে তাঁদের ফাঁসি দেওয়া হয়েছে। সংবাদসংস্থার কাছে একটি মানবাধিকার সংগঠনের দাবি, চলতি বছরে কমপক্ষে ১০ জন মহিলাকে একই অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছে। ওই সংগঠনে প্রকাশিত একটি রিপোর্ট উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, ২০১০ সাল থেকে ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত ইরানে মোট ১৬৪ জন মহিলার ফাঁসি হয়েছিল। মানবাধিকার কর্মীদের মতে, ২০২১-এ ইরানে ইব্রাহিম রাইসির উত্থানের পরে এই সংখ্যা বেড়েই চলেছে। ২০২১ সাল থেকে এখনও অবধি ৩০৬ জন মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি হওয়া তিন মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাঁদের পরিচয় জানা গিয়েছে। সেনোবার জালালি নামের এক মহিলাকে তেহরান এলাকার বাইরে এক কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে। আফগানিস্তানের নাগরিক ছিলেন তিনি। ইরানের পশ্চিমে সানন্দাজ এলাকার একটি কারাগারে সোহেইলা আবেদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৫ বছর বয়সে সোহেইলা বিয়ে করেছিলেন। বিয়ের ১০ বছর পর স্বামীকে হত্যা করেছিলেন সোহেইলা। ২০১৫ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এ ছাড়াও উত্তর-পশ্চিমে উর্মিয়া অঞ্চলে ফাঁসি দেওয়া হয় ফারানাক বেহেস্তিকে। পাঁচ বছর আগে স্বামীকে খুন করার অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু