সোমালিয়া ওয়েব নিউজ: পুলিশকর্মীদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিলেন রাজ্য ও কলকাতা পুলিশের সমন্বয়কারী অফিসার শান্তনু সিংহ বিশ্বাস। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি আয়োজিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে অন্য পুলিশকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ বিভিন্ন বিষয়ে জড়িয়ে পড়ছেন। যতটা পারবেন, এ সব থেকে দূরে থাকবেন। কোনও কিছু না জেনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা শেয়ার করবেন না। শান্তনুবাবুর মতে, সমাজে এক জন পুলিশকর্মীর দায়িত্ব অনেক বেশি। তাই তাঁদের সতর্ক থাকতে হবে সব সময়ে। তিনি আরও জানান, সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশকর্মীদের আস্তে আস্তে যোগ্যতা অনুযায়ী কনস্টেবল পদে নিয়ে যাওয়া হচ্ছে। সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি নিশ্চিত করা হয়েছে। আবার রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজিতাশ্ব রাউত বলেন, “পুলিশ হয়ে এমন কোনও কাজ করবেন না, যাতে সমাজের কাছে পুলিশের মাথাই হেঁট হয়।”
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক