সোমালিয়া সংবাদ, গুসকরা: একটা সময় মনে করা হতো এইডস রোগে আক্রান্ত হওয়া মানেই নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করা। স্বাভাবিক ভাবেই আক্রান্ত ব্যক্তিরা সবসময়ই একটা অজানা আতঙ্কে ভুগতে থাকে। ভুল ধারণার জন্য সাধারণ মানুষ তাদের এড়িয়ে চলে। কার্যত জনবিচ্ছিন্ন হয়ে তারা জীবন্মৃত অবস্থায় বেঁচে থাকে। ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হয়। বিশ্বের বিভিন্ন দেশে গড়ে ওঠে ‘রেড রিবন ক্লাব’। তাদের নেতৃত্বে একের পর এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। নতুন করে বেঁচে থাকার আশ্বাস পায় এইডস আক্রান্ত মানুষেরা। ব্যতিক্রম নয় এই রাজ্য।প্রসঙ্গত বিশ্বজনীন সচেতনতার প্রতীক হিসাবে এবং এইচ.আই.ভি আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য রেড রিবন অর্থাৎ লাল ফিতা ব্যবহার করা হয়। যারা এই ফিতা ব্যবহার করার সুযোগ পায় ধীরে ধীরে তারা মানুষের ভরসার প্রতীক হয়ে ওঠে। গুসকরা মহাবিদ্যালয়ের এন.এস.এস অর্থাৎ জাতীয় পরিষেবা প্রকল্পের অন্তর্গত রেড রিবন ক্লাবের উদ্যোগে ৬ ই আগষ্ট গুসকরা শহরের বুকে এইডস সংক্রান্ত একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিতে পা মেলান দুই প্রোগ্রাম অফিসার মনেশ্বর সরকার ও মানিক বিশ্বাস সহ এন.এস.এস এর সিনিয়র ভলান্টিয়ার শৌভিক দাস, সুজয় চ্যাটার্জী, বাবন পাল প্রমুখ এবং জুনিয়র ভলান্টিয়ার শুভদীপ দাস, সায়ন্তনী ব্যানার্জী, দেবলীনা বক্সী, ইতি মির্ধা সহ সমস্ত ভলান্টিয়াররা।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন