October 5, 2025

মৃত বর-কনের বিয়ের আসর

সোমালিয়া ওয়েব নিউজ: মৃত বর কনের বিয়ে। খাওয়া দাওয়া থেকে অতিথি সকলেই আছেন।কিন্তু বর কনে নেই। তিরিশ বছর আগেই তারা মারা গেছেন। জানা গিয়েছে,কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলায় এমনই এক বিয়ের অনুষ্ঠান হল এবং এটি কিন্তু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কর্নাটক ও কেরলের বেশ কিছু অংশে এটি পরিচিত লোকাচার। জন্মের সময় মারা গিয়েছে এমন দুজনের বিয়ে দেওয়াই ওই এলাকার বাসিন্দাদের বহু পুরনো রীতি। অকাল প্রয়াতদের আত্মাকে সম্মান জানাতে বহু সময় ধরে এই লোকাচার মেনে আসছেন স্থানীয়রা। ঠিক তেমনই বিয়ের আয়োজন হয়েছিল কর্নাটকে। রীতির নাম ‘প্রেতা কল্যাণম।শোভা এবং চন্ডাপ্পা। জন্মের সময়ই মারা গিয়েছিল দুজন। প্রায় তিরিশ বছর আগেকার কথা। দিন দুয়েক আগে তাদের বিয়ে হল, রীতিমতো ঘটা করে। টুইটারে সেই বিয়ের প্রতিটা মুহূর্তের ভিডিও দিয়েছেন অ্যানি অরুণ নামে এক ইউটিউবার। নিমন্ত্রিতের তালিকায় তিনিও ছিলেন। তাই শুরু থেকে শেষ, প্রায় সবটাই দেখেছেন।সবমিলিয়ে এই অনুষ্ঠানে বিষাদের সুর থাকলেও উপস্থিত অতিথিরা সকলেই অনুষ্ঠান উপভোগ করেন।

Loading