October 6, 2025

গঙ্গার ভাঙ্গনের জেরে জলের তলায় প্রাথমিক স্কুল

সোমালিয়া ওয়েব নিউজ: মালদার মানিকচকের নারায়ণপুর এলাকায় গঙ্গার ভাঙনের জেরে ধীরে ধীরে তলিয়ে গেল একটি প্রাথমিক বিদ্যালয়। একই অবস্থা বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের একটি হাইস্কুলের। গঙ্গা নদীর ভাঙন একটি জাতীয় সমস্যা। কেন্দ্র সরকার কেন চুপ করে বসে রয়েছে তা নিয়ে সরব হয়েছেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী  যতটা পারছেন গঙ্গা ভাঙন প্রতিরোধের করার প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে চলেছেন। কিন্তু গঙ্গার ভাঙন একটা জাতীয় সমস্যা। কেন্দ্রের অধীনস্থ সংস্থা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ হাত গুটিয়ে বসে রয়েছে। তাদের চোখের সামনে মালদার মানিকচক এবং কালিয়াচক ৩ ব্লকে ভয়াবহ গঙ্গার ভাঙন চলছে। কেন তাঁরা ভাঙন প্রতিরোধে এগিয়ে আসছে না। কেন্দ্র সরকারের এই উদাসীনতার জবাব মানুষ দিবে বলেও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় ব্যাপক গঙ্গার ভাঙন চলছে। ইতিমধ্যে সেই ভাঙন পরিস্থিতি সরেজমিনে তদারকি করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। অস্থায়ীভাবে ভাঙন ঠেকানোর জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারেরা কাজ শুরু করেছেন। এরই মধ্যে নারায়ণপুর চর এলাকায় আস্ত একটি প্রাথমিক বিদ্যালয় গঙ্গার গর্ভে ধীরে ধীরে তলিয়ে গিয়েছে। যার জেরে গোটা এলাকা জুড়ে তুমুল আতঙ্ক ছড়িয়েছে।এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি এলাকার মানুষের।

Loading