October 6, 2025

কে কত বড়ো চোর তা যাচাই করতেই প্রান ওষ্ঠাগত সাধারণ মানুষের

সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী থাকার সময় রাজীব গান্ধীর বিরুদ্ধে অপ্রমাণিত ‘বোফর্স’ তকমা দিয়ে বামপন্থীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন দেওয়াল এবং স্লোগানে আকাশ-বাতাস ভরিয়ে দেয়।এখন আবার শুরু হয়েছে। গত বিধানসভা ভোটের পর থেকে শুভেন্দুকে দেখলেই তৃণমূলের পক্ষ থেকে ‘চোর’ বলা হচ্ছে । রাজ্যের প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জ্জীকে দেখে ‘চোর’ বলে সম্বোধন করেছে জেলবন্দী কয়েদিরা। হাসপাতালে রুটিন মাফিক শারীরিক পরীক্ষা করাতে গিয়ে রুগীর আত্মীয়দের একাংশ অনুব্রত মণ্ডলকে দেখে ‘গরু চোর’ বলে স্লোগান দিতে থাকে। অথচ কয়েকদিন আগেও অনুব্রতের বিরুদ্ধে কথা বলা ছিল কার্যত অসম্ভব। ‘নিলামে উঠেছে দলীয় পদ’ – টাকার বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ উঠেছে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে এবং তার বাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে হেনস্থা হতে হয় তৃণমূলের স্থানীয় এক নেতার পরিবারের সদস্যদের। এত কিছুর মাধ্যমে কে কত বড়ো চোর তা কিন্তু এখনো প্রমান হয়নি। তাই সাধারণ মানুষও বুঝতে পারছে না আসলে কে সবচেয়ে বড়ো চোর।

Loading