সোমালিয়া ওয়েব নিউজ: মঙ্গলবার বেলা ১১ টা ৩৫ মিনিটে কলকাতা অ্যাপোলো হাসপাতালে প্রবীণ কমিউনিস্ট নেতা কমঃ রূপচাঁদ পালের জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ১৯৫০ এর দশক থেকে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন। ১৯৫৬ থেকে ১৯৬০ পর্যন্ত চার বার হুগলি জেলা ছাত্র সম্মেলনে অংশ গ্রহণ করেন। পরে ঐ দশকেই কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। তিনি ১৯৬৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী )র হুগলি- চুঁচুড়া লোকাল কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৭৮ সালের কাছাকাছি সময়ে হুগলি জেলা কমিটির সদস্য হন। তিনি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে অধ্যাপনা করতেন। তিনি পার্টির শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি ১৯৮০ সালে প্রথম হুগলি লোকসভা কেন্দ্রে সি পি আই (এম ) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তারপর তিনি ছ’বার ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন। এই বর্ষীয়ান কমিউনিস্ট নেতা বহু বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান হলো বলা যায়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক