সোমালিয়া ওয়েব নিউজ: আমেরিকার সমর্থিক আসরফ গনি সরকারের পতন ঘটিয়ে গত বছর আফগানিস্তানের দখল করেছে তালিবান। আমেরিকা সৈন্য প্রত্যাহারের পরই সে দেশের ক্ষমতা চলে যায় তালিবানদের হাতে। এই ঘটনার বেশ কয়েক মাস আগে থেকে দোহায় আমেরিকার সঙ্গে সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা চলেছিল। সেই আলোচনায় তালিবানদের বেশ কিছু শর্ত দিয়েছিল আমেরিকা। সেই কথায় ফের তালিবানকে স্মরণ করাল আমেরিকা। আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেতে হলে মানবাধিকারকে সম্মান করতে হবে। তালিবানকে এ কথা ফের এক বার স্পষ্ট করে জানাল আমেরিকা। আফিগানিস্তানে আমেরিকা মিশনের দায়িত্বে রয়েছেন ইয়ান ম্যাকারি। রবিবার তিনি এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে আরও কয়েকটি বিষয় তালিবানের গোচরে এনেছেন তিনি। তার মধ্যে অন্যতম হলো, তালিবান জমানায় আফগানিস্তানকে জঙ্গি সংগঠন গুলির আস্তানা হতে না দেওয়া। মানবাধিকারের বিষয়েও জোর দিয়েছে আমেরিকা। স্কুল-কলেজে মেয়েদের শিক্ষা নিয়ে বিধি আরোপ, কর্মক্ষেত্রে মহিলাদের স্বাধীনতা হরণের পাশাপাশি গত কয়েক মাসে আফগান নাগরিকদের মানবাধিকার হরণের একাধিক ঘটনা সামনে এসেছে। এ ব্যাপারে ম্যাকারি বলেছেন,আন্তর্জাতির মহলে সম্মান এবং স্বীকৃতি পাওয়ার আশা যদি তালিবান রাখে, তাহলে তাঁদের আফগান নাগরিকদের এবং মানবাধিকারের বিভিন্ন বিষয়কে সম্মান করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে আমেরিকা এই বার্ত দেয়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু